প্রকাশিত: Wed, Dec 6, 2023 5:44 PM
আপডেট: Sat, Dec 6, 2025 5:57 PM

[১] খুলনার বিল ডাকাতিয়ায় ২ লাখ একর জমিতে বোরো ধান চাষ অনিশ্চিত

জাফর ইকবাল অপু: [২] বিগত বর্ষায় তলিয়ে যাওয়া ‘বিল ডাকাতিয়া’র কয়েক হাজার চিংড়ি ঘের ভেসে যাওয়ায় চাষিরা মারাত্মক ক্ষতির শিকার হন। তার ৩ মাস পরও আসন্ন বোরো মৌসুমে ধান চাষের জমি জেগে না ওঠায় কৃষকদের পথে বসার উপক্রম হয়েছে।

[৩] খুলনা-যশোর জেলার ডুমুরিয়া-ফুলতলা-অভয়নগর-কেশবপুর-মনিরামপুর উপজেলার ২ লক্ষাধিক একর জমি (আয়তনের ‘দেশ-খ্যাত বিল) ডাকাতিয়ায় ১৯৯০ সালের পর থেকে স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়। তখন থেকে আওয়ামী লীগ নেতা গাজী আবদুল হাদী ও কৃষক সংগ্রাম সমিতি নেতা সুলতান মল্লিক’র যৌথ-নেতৃত্বে ভুক্তভোগী কৃষক ও অসহায় মানুষের ব্যাপক আন্দোলন-সংগ্রামের চুড়ান্ত পর্যায়ে বিক্ষুব্ধ জনতা দৌলতপর-চুকনগর সড়কের শলুয়া গেটের পাশে, সন্ধ্যার খাল, আমভিটা নামক স্থানে কেঁটে দিলে বিল থেকে অনেক পানি বেরিয়ে যায়।  [৪] ডুমুরিয়া উপজেলার রংপুর ও রঘুনাথপুর ইউনিয়নের জনপ্রতিনিধিদের উদ্যোগে ভুক্তভোগি জনগণ পানি নিষ্কাশনের আশায় আগষ্ট-সেপ্টেম্বর-অক্টোবর মাস জুড়ে প্রতিদিন শ’ শ’ কৃষক কৈয়া এলাকার শোলমারী ১০ ভেন্টের গেটের কাছে এসে সামনের নদীতে নেমে স্বেচ্ছাশ্রমে পলি অপসারণ করেছেন। [৫] ডুমুরিয়া-ফুলতলা’র সংসদ সদস্য ও ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যানের সার্বক্ষণিক তদারকি ও পানি উন্নয়ন বোর্ডের সহায়তায় ২ মাসেও অধিক সময় ধরে স্লুইস গেটের বাইরে বা ভেতরে পলি অপসারণ কাজ চলে। কিন্তু নদীর তলদেশ থেকে বিলের তলদেশ অনেক নিচু হওয়া ডাকাতিয়া থেকে আশানুরুপ পানি বের হয়নি। ওইসব চেষ্টায় পলি অপসারণের ২ মাস পার হলেও বিল ডাকাতিয়া থেকে মাত্র এক-দেড় ফুট পানি নেমে গেছে। 

আর তাতে চিংড়ি-মাছের ঘেরের বেড়িবাঁধটা সামান্যই জেগেছে। 

[৬] ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার ইনসাদ ইবনে আমিন বলেন, বিল ডাকাতিয়ায় ডুমুরিয়া উপজেলা অংশে জলাবদ্ধতার পরিমাণ দিনে-দিনে কমে আসছে। আশা করি বোরো আবাদে সমস্যা হবে না।

[৭] ১৬ বিঘা জমিতে ধান-মাছ চাষি নিউটন বাড়ই বলেন, ডুমুরিয়া উপজেলার টোলনা, পাকুড়িয়া, কোমরাইল, আন্দুলিয়া, দেড়লী, শাহপুর, কৃষ্ণনগর, থুকড়া, রুপরামপুর, গজেন্দ্রপুর, রামকৃষ্ণপুর, ঘোনা, শলুয়া, পাহাড়পুর, সাড়াভিটা, বটবেড়া।